ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৩৬

আগামী সপ্তাহে ১৩ জোড়া আন্ত: নগর ট্রেন চালু 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৭ ৯ আগস্ট ২০২০  

ঢাকা: আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে  বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন রোববার  গণমাধ্যমকে জানান, ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্ত:নগর ট্রেন চালু  করা হবে। ইতোমধ্যে ট্রেন চালুর নির্দেশনা দিয়েছেন দেয়া হয়েছে। রেলওয়ে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করেছে।  

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল।  দেশে সাধারণ ছুটির ঘোষণার পর গত ৩১ মে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু হয়।

পরবর্তীতে যাত্রী সঙ্কটে দুটি ট্রেন সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ। বর্তমানে ১৭ জোড়া ট্রেন অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করছে। 
জানা গেছে, অনুযায়ী করোনার প্রভাব কমতে শুরু করায়  গণ পরিবহন হিসেবে বাংলাদেল রেলওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আন্ত:নগর ট্রেন চালুর  নির্দেশনা দেয়া হয়েছে।